• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলা একাডেমি পুরস্কার পেলেন সঞ্জীব চট্টোপাধ্যায়

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:০৩ | আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:১৩
ডেস্ক নিউজ

পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত করা হল বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে ৷ ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন’ উপন্যাসের জন্য তিনি এ পুরস্কারের ভূষিত হলেন ৷

গল্প, উপন্যাসে তিনি জীবনকে তুলে ধরেছেন বুদ্ধিদীপ্ত রসবোধ ও সূক্ষাতিসূক্ষ অনুভূতির আলোকে। জনপ্রিয় এ সাহিত্যিক ১৯৮১ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন ৷ তাঁর বিখ্যাত সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম লোটাকম্বল, শাখাপ্রশাখা, শ্বেত পাথরের থালা ইত্যাদি৷

সম্পর্কিত খবর

    তাঁর জীবনবাদী দর্শন তাঁর লেখাকে অন্যন্য করে তোলার পেছনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন পাঠকেরা।

    তিনি ১৯৩৬ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ৷ বাবা শম্ভুনাথ চট্টোপাধ্যায় ও মা তুলসি চট্রোপাধ্যায়ের কোল আলো করে মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন তিনি ৷ কলাকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সঞ্জীব চট্টোপাধ্যায় একাধিক গুণের অধিকারী ৷

    /হাসনাত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close