• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মুখোমুখি আমি আর আরিয়ান: আসমা সাদাত চৌধুরীর কবিতা

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ২১:৩০ | আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২১:৩৭
সাহিত্য ডেস্ক
আসমা সাদাত চৌধুরী

চট্টগ্রামের মেয়ে আসমা সাদাত চৌধুরী কলমের ছোঁয়ায় ফোটান কবিতা গল্পের ফুল। পূর্বপশ্চিমবিডি.নিউজের পাঠকদের জন্য আজ তাঁর কবিতা "মুখোমুখি আমি আর আরিয়ান"।

মুখোমুখি আমি আর আরিয়ান

আসমা সাদাত চৌধুরী

আরিয়ানের মুখোমুখি হলাম অনেকদিন পর

সামনে পেয়েই তার কবিতা পড়ার নেশায় মাতাল হচ্ছিলাম

"কবিতা চাই,কবিতা চাই" আবদার করে করে ওকে হাত বাড়িয়ে দিলাম লিখে ফেলার জন্য

আরিয়ানও শুরু করে

রক্তজবার মত করে একেকটা শব্দচাষ করতে থাকে সে

আমাদের যার যার পাঁজরে পরিপুষ্ট ব্যথা ছিলো তখন

আজন্ম ভাঙচুরে সাইবেরিয়ার অভিযোজন যোদ্ধা ফেরারি পাখিদের মত আমরা উড়ে বেড়াচ্ছিলাম যন্ত্রণার বাক্স-পেটরা বুকে চেপে

তাইতো সেদিন আরিয়ান রক্তজবার মত জ্বল জ্বল অক্ষরে উগরে দিচ্ছিলো সেসব বিষাক্ত বিষাদ

আমি কবিতাখানা পড়তে গিয়ে ভেসে যাচ্ছিলাম

আমি তো বুঝি প্রতিটা শব্দ যেনো শব্দ নয়, রক্তাক্ত হৃৎপিন্ড।

আরিয়ান মৃদু স্বরে বললো

"লতা, আজকাল সব এতো অথর্ব, এতো বিষণ্ণ লাগে কেনো বলো তো?"

নিরুত্তাপ উত্তর দিলাম "সব বিষণ্ণই তো। এ তো শ্বাশ্বত।"

আরিয়ান: কাল সকালে সূর্য না উঠলে ভালো হতো।

লতা: অন্ধকারে থাকতে পারবে?

আরিয়ান: অন্ধকারেই তো আছি। ঝাপসা আলোটুকু আজকাল চোখে জ্বালা ধরায়।

আজন্ম অন্ধের মত অন্ধকার চোখে নিয়েই তো আছি বেঁচে, এ আর আহামরি কি?

লেখিকা- শিক্ষার্থী, এমবিএ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

আসমা সাদাত চৌধুরীর কবিতা,মুখোমুখি আমি আর আরিয়ান,কবিতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close