• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অনুভব আহমেদ এর একগুচ্ছ কবিতা

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০১৯, ১১:৪১ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৬
নিজস্ব প্রতিবেদক

পাহাড়-টিলা, বন-জলপ্রপাতের কোলের মেয়ে অনুভব আহমেদ। কবিতা লিখেন প্রেম অভিমান আর জীবনের উথাল-পাথাল নিয়ে। পূর্বপশ্চিমের পাঠকদের জন্যে তিনি পাঠিয়েছেন একগুচ্ছ কবিতা।

টের পাওনা

তোমার ঘুমের পাশে

একটা বিচ্ছিন্ন শুক্রবার হয়ে পরে থাকি।

টের পাওনা জানি।

দুপুরগুলো ঘোলাটে হলে তোমার হয়ে পাখি পোষা দিনকে গান শোনাই,

শোনাই বারান্দার গ্রীলে ঝোলানো কৌতুক।

উঠানে ছড়ানো ছায়ার হয়ে মাটিকে আদর শোনাই,

শিশুর কান্নাকে মন ভোলানা শোনাই।

তোমার হয়ে অন্যকে বিকেল শোনাই।তোমার হয়ে আমাকে হাঁটাই।

টের পাওনা জানি।

ক্যালেন্ডারের অমনোযোগী পাতায় শূন্যতার ভরাট সংখ্যা।

ছায়াবাজির দুপুর জুড়ে প্রতিটা নিঃশ্বাস, তুমি,

যেনো চুল ভেজানো দুপুর, বেরহম হুইসেলে ভেঙে যাওয়া ঘোর।

টের পাওনা জানি।

তোমার পাশে একটা বিশৃঙ্খল ধারা হয়ে পরে থাকি।

তুমি বয়ে যাও তীর থেকে দূরে,

লোকালয়ের কোনও নিবিড় ছায়ে।

তোমার চলে যাওয়া সেও আমারে হাত তুলে ডাকে,

অনন্ত বিরহের দিকে। টের পাওনা জানি।

আমি অনেক উপেক্ষার উপর থেকে দেখেছি-

তোমার চলে যাওয়ার সংগে আমার মৃত্যুভাবনা গলুইয়ের ভেতর ধরে থাকা ছায়ার মতো

টের পাওনা জানি


ফুলের কাছে প্রার্থনা

ফুল, তোমাকে পাই, যেনো দাঁড়িয়ে থাকা স্টেশন

পারাপার শেষে যাত্রীর ফেলে যাওয়া

বিচ্ছেদ নিয়ে বসি, পাশের চেয়ার চোখ তুলে জানতে চায় কেমন আছো?

আমি কেমন আছি ফুল?

আমি বুঝি বাতাসের দোলে কাঁপতে থাকা পাতার সর সর

দুধ দোয়ানোর আত্মভঙ্গিমা

এই যে নিরুত্তর ঝোপ হয়ে ছেয়ে আছো

উড়ো হাওয়া ঘ্রাণ এসে লাগে

আত্মার দ্বৈরথ হাঁটু গেঢ়ে বসে থাকে

আমার কোনো মুক্তি নাই ফুল?

অনেক মেঘের পর রোদকে হাসতেই হয়

অচেনা হাত ছুঁয়ে ফেলার আগে

তুমি একবার ফোঁটো ফুল

তুমি একবার ফোঁটো।


উদযাপন

....এরপর অপরাহ্ন এসে

তোমাকে উড়িয়েছে ছিন্নপত্রের দাহে

উড্ডীন ধোঁয়ার ব্যভিচারী আঁচে

কবেকার এক মধ্য দুপুর

ছাতিম অন্ধকারে ঠোঁটে রাখা ঠোঁট

আমার গায়ে লেগে আছে সেই অবিকল অসুখ

তোমার পায়ের আওয়াজের মতো আমাকে ছুঁয়েছে সর্বনাশ

তোমাকে উদযাপন করতে গিয়ে বুঝেছি

আমি আসলে আমার ভাঙনকে উদযাপন করছি

এক একটা দিনে আমাকে পার করে যাচ্ছে বয়েস।


যাপিত অক্ষরমালা

চিঠির পৃষ্ঠা থেকে ক্রমশ ঝুলে পড়েছে অক্ষরমালা

যেনো এরচেয়ে সহজ গন্তব্য নেই

নাবছে দুপুর অতৃপ্তির কোষাগার

কোথাও সূর্য শকুনের ডানার কাছাকাছি

কোথাও চাঁদ বনের উচু গাছের মিত্র

এতো উচ্চতাপ্রিয় ধারণায় আমি নিম্নগামী বিন্দু

ছিটকে গেছি বৃত্তের বর্তূল ঘূর্ণনে

আমি প্রেমিক

প্রেমের তরল থেকে জীবন নিংড়ে নিতে ভুল করে গলে গেছি সাবানের ফেনায়

উঠে গেছিস তুই যেনো পূণ্য হলো স্নান

বুঝি কবিতা ছলে তোর হাত ধরতে গিতে এই হলো দারুণ ভু

ঝুলে পরা স্তনের মতন নুয়েছে আলো

হেয়ালি মেনে কাঁপছে বেতস পাতার দেহ

আহা নৌকা আজও আবেগে ছলোছলো।


লেখিকা- শিক্ষার্থী


পিবিডি/আরিফ

কবিতা,অনুভব,আহমেদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close