• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বইমেলায় ডিজিটাল তথ্যকেন্দ্র

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৫
রবিউল কমল

বইমেলায় প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে ডিজিটাল তথ্যকেন্দ্র। কোথায় কোন স্টলটি আছে, সব তথ্য জানা যাবে এখানে। আইসিটি বিভাগের অ্যাকসেস টু ইনফরমেশন [এটুআই] কর্মসূচির স্টলে পাওয়া যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ নিয়ে বিভিন্ন তথ্য। এখানে তথ্য বাতায়ন কেন্দ্র সম্পর্কে জানা যাবে। মেলায় এ পর্যন্ত কী কী নতুন বই এসেছে, সেটাও জানা যাবে এখানে।

২০১১ সাল থেকে প্রতিবছর অমর একুশে গ্রন্থমেলায় ‘ডিজিটাল তথ্যকেন্দ্র’ স্থাপন করে আসছে অ্যাকসেস টু ইনফরমেশন [এটুআই] প্রোগ্রাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলা একাডেমি অংশে অ্যাকসেস টু ইনফরমেশন [এটুআই] প্রকল্পের উদ্যোগে নজরুল মঞ্চের পাশে কম্পিউটার কিয়স্ক বসানো হয়েছে। নজরুল মঞ্চ এলাকায় তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধাও দিচ্ছে এটুআই।

ডিজিটাল তথ্যকেন্দ্রের কিয়স্ক থেকে স্টল, বিভিন্ন লেখকের প্রকাশিত বইয়ের নামসহ তালিকা ব্যবহারকারী নিজেই খুঁজে নিতে পারেন মেলায় আসা বইপ্রেমীরা। পাশাপাশি এখানেই ডিজিটাল কিয়স্ক থেকে জাতীয় তথ্য বাতায়ন [[http://bangladesh.gov.bd], সেবাকুঞ্জ [www. services.portal.gov.bd] এবং শিক্ষক বাতায়ন [www.teachers. gov.bd]] সম্পর্কে দর্শনার্থীদের জানাশোনার সুযোগ করে দেওয়া হয়েছে।

বইমেলা,ডিজিটাল তথ্যকেন্দ্র,নজরুল মঞ্চ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close