• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আজ এসেছে ১৪১টি নতুন বই

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৭
রবিউল কমল

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ছিল অমর একুশে গ্রন্থমেলার ৫ম দিন। এদিন গ্রন্থমেলা শুরু হয়েছে বেলা ৩টা। মেলায় এই দিনে নতুন বই প্রকাশ পেয়েছে ১৪১টি। অমর একুশে গ্রন্থমেলার মূলমঞ্চে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু’ উপাধি অর্জনের সুবর্ণজয়ন্তী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. নূহ-উল-আলম লেনিন। প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং মিডিয়া ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক তোফায়েল আহমেদ এমপি।

সম্পর্কিত খবর

    আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে কবিকণ্ঠে কবিতাপাঠ করেন মাকিদ হায়দার এবং ইকবাল আজিজ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং মাহমুদা আখতার। সংগীত পরিবেশন করেন শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান এবং ক্যামেলিয়া সিদ্দিকা।

    অমর একুশে গ্রন্থমেলা,হাবীবুল্লাহ সিরাজী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close