• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বইমেলায় ‘লেখক বলছি’

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০২
রবিউল কমল

শুর হয়েছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। দেখতে দেখতে মেলার পাঁচদিন অতিবাহিত হয়ে গেল। এ বছর মেলার নতুন আয়োজন ‘লেখক বলছি’। এটি পাঠক ও লেখকের সেতুবন্ধনের কাজ করবে।

এখানে লেখকরা পাঠকের সরাসরি কথা বলার সুযোগ পাবেন। পাঠকরা লেখকের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারবেন।

এই আয়োজনের জন্য বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে একটি মঞ্চ বানানো হয়েছে। এ মঞ্চে নির্ধারিত কবি অথবা লেখক বসেন। তার নতুন বই নিয়ে প্রশ্ন করেন উপস্থাপক। একজন কবি বা লেখক নিজের লেখালেখি সম্পর্কে, বই সম্পর্কে কথা বলার জন্য সময় পান ২০ মিনিট।

২০১৮ সালের ১ মার্চ থেকে অমর একুশে বইমেলা ২০১৯ পর্যন্ত প্রকাশিত বইয়ের লেখকরাই ‘লেখক বলছি’ আয়োজনটিতে অংশ নিতে পারেবন।

অমর একুশে গ্রন্থমেলা,সোহরাওয়ার্দী উদ্যান,লেখক বলছি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close