Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textসোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গলে চলছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। এ মেলা উপলক্ষে পাঠকপ্রিয় লেখক ইকবাল খন্দকারের দশটি বই প্রকাশিত হয়েছে।
এরমধ্যে মেলার মাঠে পাওয়া যাচ্ছে- রহস্য উপন্যাস ‘কংকাল বাড়ি’, কিশোর থ্রিলার উপন্যাস ‘নাইট গ্যাং’, স্যাড রোমান্টিক উপন্যাস ‘তোমার জন্য প্রার্থনা’, উপন্যাস ‘তালাকপ্রাপ্তা’ রম্য হাসির বই ‘রমরমা হাসি’। অন্য বইগুলোও খুব শিগগিরই স্টলে চলে আসবে বলে জানান ইকবাল খন্দকার।
এদিকে লেখালেখির সঙ্গে উপস্থাপনায়ও নিয়মিত দেখা যায় ইকবাল খন্দকারকে। মেলা উপলক্ষে তার উপস্থাপনায় এসএ টিভিতে প্রচারিত হচ্ছে ‘বই নবান্ন’। উজ্জ্বল রহমানের প্রযোজনায় ‘কথাপ্রকাশ বই নবান্ন’ প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।