• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মানুষ বেশি, বিক্রি কম

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৬ | আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪০
রবিউল কমল

নতুন নতুন বইয়ে ভরে উঠেছে বইমেলার স্টলগুলো। মানুষ মেলায় আসছেন, ঘুরে দেখছেন বিভিন্ন স্টল। বৃহস্পতিবার মেলার মাঠে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে প্রকাশকরা বলছেন, মানুষের সমাগম বাড়লেও বই বিক্রি বাড়বে আরও কয়েক দিন পর।

কথা হয়েছিল আগামী প্রকাশনের প্রকাশক ওসমান গণির সঙ্গে। তিনি পূর্বপশ্চিমকে বলেন, মেলার পরিসর বেড়েছে। তাই মানুষ সহজে ঘুরতে পারছে। সবার হাঁটাচলায় অনেক সুবিধা হয়েছে। পাঠকরা স্টলে গিয়ে সুবিধামতো সময় নিয়ে বই বাছাইয়ের সুযোগ পাচ্ছে। প্রতিদিন মেলার দর্শণার্থী বাড়লেও পাঠকরা ১০ তারিখের পর বই কেনা শুরু করবেন।

এদিন মেলায় এসেছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান ফুয়াদ। তিনি বলেন, মেলার পরিসর অনেক বেড়েছে। আগে একটি স্টলের সঙ্গে অন্য স্টলের দূরত্ব কম ছিল বলে অসুবিধা হতো। এবার স্টল খুঁজে পেতেও সমস্যা হচ্ছে না।

বইমেলা,ওসমান গণি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close