Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textমেলা শুরুর পর আজ দ্বিতীয় শুক্রবার। আজ মেলায় মানুষের ঢল নামবে, এটাই স্বাভাবিক। আজকের দিনের প্রথম প্রহর নির্ধারণ করা হয়েছে শিশুদের জন্য। ছোট্টমণিদের সঙ্গে সর্বোচ্চ একজন করে অভিভাবক মেলায় ঢোকার সুযোগ পাবেন।
এদিন শিশুদের আগমন উৎসাহিত করার জন্য আয়োজনও আছে বাংলা একাডেমির পক্ষ থেকে। ব্যবস্থা করা হয়েছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার। শিশুদের জন্য মেলার নির্ধারিত সময় হচ্ছে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আগামীকাল শনিবার এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারির প্রথম প্রহরও নির্ধারিত থাকবে শিশুদের জন্য।
এদিকে শিশু প্রহরে মেলায় আসছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্ররা। এদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলা একাডেমির শিশু কর্নারে ঘুরে বেড়াবে সিসিমপুরে জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, শিকুরা।