• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

বড় ভাই হুমায়ূনকে বেশি মিস করি: আহসান হাবীব

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৩
রবিউল কমল

রম্য লেখক, কার্টুনিস্ট আহসান হাবীব। তার আরেকটি পরিচয় তিনি হুমায়ূন আহমেদ ও জাফর ইকবালের ছোট ভাই। প্রতি বছরের মতো এবারের বইমেলাতে তার কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তিনি প্রায় প্রতিদিনই বইমেলায় আসেন। মেলার মাঠে তিনি মুখোমুখি হন পূর্বপশ্চিমের। কথা বলেন লেখালেখি ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে।

পূর্বপশ্চিম: কেমন আছেন?

আহসান হাবীব: আমি খুব ভালো আছি, সবসময় ভালো থাকার চেষ্টা করি।

পূর্বপশ্চিম: লেখালেখিতে কেন এলেন?

আহসান হাবীব: আমাদের ছিল লেখক ফ্যামিলি,সবাই লিখতো,এসব দেখে উৎসাহ পেতাম। বাবা নিজেও লেখালেখি করতেন। যা দেখে সবসময় আমি অণুপ্রাণিত হতাম। এভাবেই মূলত আমার লেখালেখিতে আসা।

পূর্বপশ্চিম: আপনার শুরুতো কার্টুনের মাধ্যমে-

আহসান হাবীব: হ্যাঁ, কার্টুন ছিল আমার প্রধান মাধ্যম, কার্টুনিস্ট হিসেবে আমার আত্মপ্রকাশ হয়। কার্টুন একটি মজার জিনিস। যার মাধ্যমে সবকিছু খুব সহজেই ফুটিয়ে তোলা সম্ভব হয়।

পূর্বপশ্চিম: বাংলাদেশের কার্টুন নিয়ে আপনার মন্তব্য-

আহসান হাবীব: আমাদের দেশের কার্টুন অনেক এগিয়ে গেছে,এখন অনেকেই কাটর্ুৃন আঁকছে এবং তারা অনেক ভালো আঁকছে। আমাদের সময়তো হাতে গোণা কয়েকজন আঁকতো। কিন্তু এখন অনেক তরুণরা আঁকছে, তাই আমি এটাকে পাজিটিভলি নিচ্ছি।

পূর্বপশ্চিম: হুমায়ূন আহমেদ নাকি জাফর ইকবালের ভক্ত?

আহসান হাবীব: আমি দুজনেরই ভক্ত। দুজনেই আমার কাছে অনেক বেশি প্রিয়।

পূর্বপশ্চিম: হুমায়ূন আহমেদকে মিস করেন না?

আহসান হাবীব: অনেক মিস করি। প্রিয় লেখক হিসেবে যতোটা না মিস করি, তার চেয়ে বেশি মিস করি আমার বড় ভাইকে।

আহসান হাবীব,হুমায়ূন আহমেদ,জাফর ইকবাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close