• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বসন্ত ছুঁয়েছে বইমেলাকে

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩০
নিজস্ব প্রতিবেদক

বসন্তের প্রথম দিনে শাহবাগ থেকে টিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র) হয়ে মেলা প্রাঙ্গণ ছিল রঙিন ক্যানভাসে ঢাকা। বিভিন্ন বয়সী মানুষ বাসন্তী রঙের পোশাক পরে বসন্তকে বরণ করতে বইমেলায় এসেছে। কেউ সেজেছে বাসন্তী রঙের শাড়িতে, কেউবা পড়েছে হলুদ রঙের পাঞ্জাবি।

ফাল্গুনের প্রথম দিন বুধবার বিকেল থেকেই ভিড় বাড়তে থাকে বইমেলায়। এদিন ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যায় ছিল বেশি। কেউ সেলফি তুলেন, কেউবা মনের আনন্দে ঘুরে বেড়ান। বসন্তের ফাগুন হাওয়ায় অন্যরূপে মেতেছিল মেলা।

পাঞ্জেরীর প্রকশক কামরুল হাসান শায়ক বলেন, বইমেলায় বসন্ত আসে প্রতিদিন। নিত্য-নবরূপে বসন্তের ছোঁয়ায় মাতেন লেখক-পাঠকরা।

বইমেলার চত্বরের ভেতরেই এক তরুণকে দেখা গেল দোতারা হাতে নিয়ে ঘুরে বেড়াতে। কণ্ঠে তার লালনের গান ‘ধন্য ধন্য বলি তারে’।

মেলা প্রাঙ্গণে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছেন মোহাম্মদপুরের এখলাস উদ্দিন। তিনি বলেন, ‘বই কিনি নাই, ছেলে-মেয়ে পাগল অইছে, তাই তাগো নিয়া মেলায় আইছি।’

এদিন মেলায় এসেছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও আনিসুল হক। এই দুই লেখকের একাধিক বই প্রকাশ হয়েছে এবারের মেলায়।

এদিকে বৃহস্পতিবার ভ্যালেন্টাইন ডে’কে ঘিরেও মেলায় জনসমাগম বাড়বে বলে জানান প্রকাশকরা।

পিবিডি/রবিউল

ইমদাদুল হক মিলন,আনিসুল হক,বসন্ত,টিএসসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close