• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যা থাকছে শনিবারের বইমেলায়

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৮
নিজস্ব প্রতিবেদক

শনিবার (ফেব্রুয়ারি) মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিন থাকায় এদিনও মেলায় থাকবে শিশুপ্রহর। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে।

এদিকে শনিবার সকাল ১০টায় অমর একুশে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত নির্বাচন। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর : শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মইনুদ্দীন খালেদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ফরিদা জামান, নিসার হোসেন এবং মলয় বালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিত্রশিল্পী হাশেম খান। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পিবিডি/রবিউল

গ্রন্থমেলার মূলমঞ্চ,শিশুপ্রহর,অমর একুশে বইমেলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close