• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সোমবার মেলায় এসেছে ১৩৯টি নতুন বই

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪২
নিজস্ব প্রতিবেদক

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী গতকাল সোমবার বইমেলায় নতুন বই এসেছে ১৩৯টি। এর মধ্যে গল্পগ্রন্থ ২৫, উপন্যাস ১৯, প্রবন্ধ ৫, কবিতা ৪৭, গবেষণা ২, ছড়া ১, শিশুসাহিত্য ৫, জীবনী ৩, মুক্তিযুদ্ধ ১, নাটক ১, বিজ্ঞান ৪, ভ্রমণ ১, ইতিহাস ৩, চিকিৎসা/স্বাস্থ্য ১, রম্য/ধাঁধা ৩, ধর্মীয় ২, অনুবাদ ১, সায়েন্স ফিকশন ১ ও অন্যান্য ১৪টি।

প্রকাশিত বইয়ের মধ্যে অক্ষর প্রকাশনী এনেছে আমিনুর রহমান সুলতানের ‘ছোটদের মুক্তিযুদ্ধের গল্প’, আগামী প্রকাশনী এনেছে মাহফুজা হিলালীর ‘তিনটি নাটক অসমাপ্ত’, আগামী প্রকাশনী এনেছে আবদুল হাইয়ের ‘শিল্পকলার নান্দনিকতা’, রাবেয়া বুক হাউস এনেছে সেলিনা হোসেনের ‘মেয়রের গাড়ি’, ঐতিহ্য এনেছে জনি হকের ‘কান কথা (কান চলচ্চিত্র উৎসবের ডায়েরি)’।

পিবিডি/রবিউল

বাংলা একাডেমি,মুক্তিযুদ্ধের গল্প,বইমেলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close