• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

সকালটা ছিল শিশুদের

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯
নিজস্ব প্রতিবেদক

শনিবার (২৩ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার প্রথম ভাগটা ছিল শিশুদের। এদিন ছিল এ বছরের শেষ শিশু প্রহর।তাই সকাল থেকেই দেখা যায় শিশু-কিশোরদের উপচে পড়া ভিড়।

শিশুচত্ত্বরের সিসিমপুরের মঞ্চে টুকটুকি ও হালুমসহ সিসিমপুরের অন্যান্য চরিত্ররা উপস্থিত ছিল। তারা মেলায় শিশুদের সঙ্গে নেচে ও গেয়ে আনন্দ করে। এছাড়া এদিন দুপুর পৌনে ১২টায় ও দুপুর আড়াইটায় সিসিমপুরের নাচ পরিবেশন করা হয়।

মেলায় আসা লালমাটিয়া বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ফারিয়া নূর জানায়, মা-বাবার সঙ্গে মেলায় এসেছি। সিসিমপুরের সঙ্গে অনেক মজা করেছি। কিছু বই কিনেছি। আমি ভূতের গল্প পছন্দ করি। তাই ভূতের গল্পের বই কিনেছি। এ বছর আর মেলায় আসা হবে না। আব্বুর ছুুটি থাকার কারণে আজ শেষবারের মতো মেলায় এসেছি।

এদিনে দুই ছেলেকে নিয়ে মেলায় এসেছেন ব্যাংকার আব্দুর রশিদ। তিনি বলেন, আজ মেলা চলাকালীন শেষ ছুটির দিন। তাই দুই ছেলেকে নিয়ে মেলায় চলে এলাম। অন্যান্য দিন ব্যস্ত থাকতে হয়। এজন্য আর আসে না। ওদের পছন্দের কিছু বই কিনবো। এছাড়া তালিকায় থাকা কিছু বই কিনে চলে যাব।

পিবিডি/রবিউল

অমর একুশে বইমেলা,সিসিমপুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close