• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শিশুকিশোররাই প্রধান ক্রেতা

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১০
নিজস্ব প্রতিবেদক

বইমেলা শুরু হওয়ার পর থেকেই শিশুকিশোরদের সমাগম বেশি দেখা গেছে। এছাড়া শিশুরাই বড়দের চেয়ে বেশি বই কিনেছে। কিশোরদের মন বৈচিত্র্যময় থাকে। তারা কী বই পছন্দ করে, কী পড়তে ভালোবাসে, তা বোঝা সহজ নয়। কিশোরদের এই বিচিত্র্য মানস-পৃথিবী স্পর্শ করতে অনেক লেখকই লিখেছেন বিভিন্ন ধরনের বই। আর কিশোররাও খুঁজছে একটু অন্যকিছু।

কিশোরদের জন্য অধিকাংশ প্রকাশনা প্রতিষ্ঠান প্রকাশ করেছে নানা ধরনের বই। তবে বর্তমানে কিশোররা ভূত-প্রেতের গল্প-উপন্যাসে আগ্রহ বোধ করে না। বিজ্ঞানের নিত্যনতুন উদ্ভাবনের ফলে তাদের চিন্তার জগৎ যেমন প্রসারিত হচ্ছে, তেমনি কৌতূহলও বাড়ছে।

বইমেলা ঘুরে দেখা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিশোরসমগ্র, কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের কিশোর গল্পগ্রন্থ ‘যখন টুনটুনি তখন ছোটাচ্চু’, আনিসুল হকের কিশোর-তরুণদের জন্য অনুপ্রেরণামূলক বই ‘সফল যদি হতে চাও’, জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামালের কিশোর অ্যাডভেঞ্চার গ্রন্থ ‘বান্দরবানের জঙ্গলে’, আয়মান সাদিক ও অন্তিক মাহমুদের ‘ভাল্লাগে না’, চমক হাসানের ‘নিমিখ পানে : ক্যালকুলাসের পথ ভ্রমণ’, আদিত্য অনীকের ‘ছন্দা ও আমাদের মুক্তিযুদ্ধ’সহ গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কিশোরদের জন্য নানা ধরনের গল্প-উপন্যাস, কবিতা-ছড়াগ্রন্থ। আর এসবের প্রতিই কিশোর-পাঠকদের আলাদা রকমের আগ্রহ দেখা গেছে।

পিবিডি/রবিউল

বইমেলা,রবীন্দ্রনাথ ঠাকুর,সুকুমার রায়,বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close