• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২৪তম দিনে নতুন বই এসেছে ৯১টি

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৫
নিজস্ব প্রতিবেদক

অমর একুশে বইমেলার ২৪তম দিন নতুন বই এসেছে ৯১টি। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী, রোববার প্রকাশিত বইয়ের মধ্যে গল্পগ্রন্থ ১৬টি, উপন্যাস ৯, প্রবন্ধ ৭, কবিতা ১৮, গবেষণা ২, ছড়া ১, শিশুসাহিত্য ১৬, জীবনী ৬, রচনাবলি ১, মুক্তিযুদ্ধবিষয়ক ১, ভ্রমণবিষয়ক ২, ইতিহাস ২, রাজনীতি ১, রম্য/ধাঁধা ২, ধর্মীয় ১, অনুবাদ ১ ও অন্যান্য ৫টি নতুন বই রয়েছে।

এর মধ্যে শুদ্ধপ্রকাশ এনেছে ইসমত শিল্পীর ‘বিকল্প শত’ ও মতিন বৈরাগীর ‘নির্বাচিত প্রবন্ধ’, অন্বয় প্রকাশ এনেছে জ্যোৎনা লিপির ‘মেঘ পরিদের সোনার নূপুর’, পাঞ্জেরী পাবলিকেশন্স এনেছে ড. রতন সিদ্দিকীর ‘উনিশ শতকের বাংলা নাটকে লোকউপাদান’ ও পূরবী বসুর ‘যে পালাতে চায় সে হারায়’।

অমর একুশে বইমেলা,নতুন বই,জ্যোৎনা লিপি,মতিন বৈরাগী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close