• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাতে হাতে ব্যাগ ভরা বই

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১১
রবিউল কমল

আর মাত্র মেলার দুই দিন বাকি। তারপরেই পর্দা উঠবে অমর একুশে বইমেলার। তবে শেষভাগে এসে বৃষ্টিকে উপেক্ষা করে জমে উঠেছে বইমেলা। এখন মেলায় যারা আসছেন সবাই কিছু না কিছু বই কিনছেন। আর মেলা শেষে ব্যাগ ভরা বই নিয়ে বাসায় ফিরছেন সবাই।

মেলায় এসেছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র পলাশ। তিনি বলেন, প্রথম দিকে বই কেনা হয়নি। তবে শেষ দুইদিনে অনেক বই কিনেছি। হুমায়ূন আহমেদের বই কিনেছি। জাফর ইকবালের দুইটা বই কিনেছি। সুমন্ত আসলামের লেখা অনেক ভালো লাগে। তার তিনটা বই কিনেছি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানজিলা বলেন, প্রথম দিকে কাছে টাকা ছিল না, তাই বই কিনতে পারিনি। পরে টাকা হাতে পেয়েছি। তারপর পছন্দের অনেক লেখকের বই কিনলাম। নতুন লেখকদের কিছু বই কিনেছি। নতুন লেখকদের লেখা পড়া উচিত। তাহলে জানা যাবে নতুনরা কেমন লিখছেন। বা কারা ভালো লিখছেন।

বৃষ্টি না হলে শেষ সময়ে বই আরও বিক্রি হতো বলে বলেন অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম।

পিবিডি/রবিউল

ঢাকা বিশ্ববিদ্যালয়,ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়,বইমেলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close