• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

এবার নতুন বইয়ের সংখ্যা ৪ হাজার ৮৩৪টি

প্রকাশ:  ০৩ মার্চ ২০১৯, ০২:৪৪
নিজস্ব প্রতিবেদক

এবার অমর একুশে বইমেলায় ৪ হাজার ৮৩৪টি নতুন বই প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। এর আগের বছর ৪ হাজার ৫৯১টি নতুন বই প্রকাশিত হয়েছিল।

এবার প্রকাশ সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে কবিতার বই। এবারে বইমেলার বিষয়ভিত্তিক বইয়ের সংখ্যা হলো- গল্প ৭৫৭টি, উপন্যাস ৬৯৮টি, প্রবন্ধ ২৭২টি, কবিতা ১ হাজার ৬০৮টি, গবেষণা ৮০টি, ছড়া ১৪৮টি, শিশুতোষ ১৫০টি, জীবনী ১৬৭টি, রচনাবলী ১৫টি, মুক্তিযুদ্ধ ১১০টি, নাটক ৪৩টি, বিজ্ঞান ৭৭টি, ভ্রমণ ৮৫টি, ইতিহাস ৭৭টি, রাজনীতি ৩৩টি, রম্য/ধাঁধা ৩৭টি, কম্পিউটার ৫টি, ধর্মীয় ২৫টি, অনুবাদ ৩৮টি, অভিধান ৬টি, সায়েন্স ফিকশন ৪৫টি এবং অন্যান্য ৩৩০টি।

উল্লেখ্য, এ বছর বইমেলায় ৫২৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এ ছাড়াও ১৮০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেয়া হয়। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০৪টি প্রতিষ্ঠানকে ১৫০টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৯৫টি প্রতিষ্ঠানকে ৬২০টি ইউনিটসহ মোট ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট বরাদ্দ দেয়া হয়। এ ছাড়া বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছিল। লিটল ম্যাগাজিন চত্বরে ১৮০টি লিটলম্যাগকে ১৫৫টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

পিবিডি/রবিউল

অমর একুশে বইমেলা,বাংলা একাডেমি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close