• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কালো ক্লাইটোরিয়াস একটি ফুলের নাম (কবিতা)

প্রকাশ:  ১৩ মার্চ ২০১৯, ২২:২৯ | আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:৩৭
আরিফ হাসান

আকাশ ভিলার আকাশে তুই যখন এলি

বুকের ধুক ধুক শব্দে বসলি পাশে

সম্পর্কিত খবর

    জিজ্ঞেস করলি-খেয়েছিস.!

    নিঃপলক তোর চোখে তাকিয়ে, মাথা ঝাকালাম।

    বললি-বিছানাটা এত্ত নোংরা.! ডাকিস একদিন গুছিয়ে দেন.!

    ওই বিছানায় দুল হারালো তোর

    বললি- দে এক্ষুণি খুজে দে.!

    তোর চুল বেয়ে ভরা তেল বালিশে!

    আমার নাক আর ঠোঁটের মাঝখানে বর্ষা হয়ে ঝড়ে.!

    ঠোঁটে ঠোঁট রেখে যখন নরম করে বললি-"বউ"বলে ডাকনা একবার.!

    আমি ভয় পাচ্ছিলাম.!

    আমার হাসি পাচ্ছিল.!

    তুই রেগেছিলি,ওই যে ভাত কাপড় না দিলে ঘরের বউ যেমন রাগে.!

    বলেছিলি বারবার- হাসবিনা একদম না

    তোর জন্য এক কৌটা সিদুর এনে রাখা রুমে.!

    সিথিতে দেয়ার আগেই তোর ক্লাইটোরিয়াস কৃষ্ণচুড়া হয়ে ঝড়ে.!

    কি রে শিল্পকলায় নাটক দেখতে যাব তোর ফোন ব্যস্ত কেন... চলে আয়.!

    একুশের বই মেলায় শাড়ি পাঞ্জাবি ম্যাচিং করে যাওয়ার কথা ছিল.. তখন তুই ঘন কুয়াশা.!

    শোন, চিঠি দিস.!

    অপেক্ষায় থাকি.!

    তুইও কি অপেক্ষা করিস ডাকপিয়নের.!

    চল,তোকে তরমুজ বিচির মালা কিনে দেই.!

    শাহবাগের সস্তা দরের ফুল পরিয়ে সস্তা দরের নুডলস খাই.!

    আচ্ছা,তুই আমার তুই কেন.!

    পারলিনা কেন,তুই আমার তুমি হতে.!

    লেখক: নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগে কর্মরত।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close