• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কবিতার জনপ্রিয়তা কমেছে- এটি একটি অপপ্রচার! (কবিতা)

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১৯:২০
সাকিব জামাল

কবিতার জনপ্রিয়তা কমেছে- এটি একটি অপপ্রচার!

এখনো কবিতার ভালোবাসায়ই সাজানো আমাদের জীবন সংসার ।

সম্পর্কিত খবর

    এখনো সব মা শিশুকে কপালে "চাঁদ মামার টিপ" পরায় !

    এখনো "ঘুম পরানির মাসি পিসির সুরে" পাড়া জুড়ায় !

    এখনো কৃষক "হই হই - ডান বাম" ছড়া গানে চড়ায় হাল,

    এখনো রাখাল "ভ্রমর কইয়ো গিয়া" সুরে নামায় সন্ধ্যাকাল !

    এখনো দিন মজুর সহ সব শ্রণী কথা বলে ছন্দে ছন্দে,

    এখনো কবিতাই আছে মিশে সব মানুষের রন্ধ্রে রন্ধ্রে !

    এখনো প্রেমিক-প্রেমিকা কবিতায় কথা কয় !

    এখনো রাজনীতিবিদ ছন্দে কাঁপায় বক্তৃতায় !

    এখনো সমাজে সচেতনা বাড়ানোর স্লোগান শুনি কবিতায়-কবিতায় !

    এখনো পত্রিকার শিরোনাম হয় ছন্দময় পাতায়-পাতায় !

    এখনো মানুষের জন্ম-মৃত্যুতে গীতি কবিতা বাজে !

    এখনো সুখ-দু:খরা সুরে বেসুরে কবিতার রঙে সাজে !

    এখনো মানব জীবনে - "ভালো-মন্দ" সর্বত্রই আছে কবিতার উপমা !

    দ্বিমত নেই ! পৃথিবী যতদিন আছে ততদিনই থাকবে কবিতার রূপমা !

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close