• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

পথের ধারে: শুভ্র দেবনাথের কবিতা

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ২১:১০ | আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:২১
সাহিত্য ডেস্ক
শুভ্র দেবনাথ

পথের ধারে শুভ্র দেবনাথ

আমারে আপন করে নাই কেহ

আমি কাহারও হই নাই আপন।

একা পথ হাটিতে পাই নাই সাথী

সাথী নহে হতে চায় কেহ।

মোর আপন হৃদয় কুঠিরে

নাহি দেই ঠাই দুয়ার খুলিয়া।

যাহারে ভাবি আপনের বেশি

সে তো মোরে ঠকায় নিরবে।

বিশ্বাসে গিয়াছি অন্ধকারে

কাটা পথে যে ব্যাথা দিয়ে

হাসি মুখে ছেড়ে চলে গেছে নিরবে

ক্ষমা করে দিয়েছি হৃদয় গভীরস্থলে।

লেখক পরিচিতি: শুভ্র দেবনাথের প্রাতিষ্ঠানিক পড়াশোনা চলচ্চিত্র বিষয়ে। পেশায় চিত্রগ্রাহক এই তরুণের অন্যতম নেশা লেখালেখি।

পথের ধারে,কবিতা,শুভ্র দেবনাথ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close