Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯, ১০ মাঘ ১৪২৫
  • ||

সক্রিয়তায় ফিরলো ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪২ | আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট icon

বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যক্রম পূনরায় শুরু করতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা'কে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিকদের মতামত নেওয়া হয়। চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক আদিত্য শাহীন ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার মো. জাহিদুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকায় কর্মরত কুষ্টিয়ার সাংবাদিকদের প্রাণের সংগঠনের কার্যক্রম আবারো শুরু হতে যাচ্ছে।

সভায় সকলের সিদ্ধান্তমতে সংগঠনের সংবিধান প্রণয়ণের দায়িত্ব দেওয়া হয় মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজোয়ানুল হক,দৈনিক খবরের বার্তা সম্পাদক সনৎ নন্দী,দৈনিক আমাদের নতুন সময়ের প্রদায়ক সম্পাদক মাহমুদ হাফিজকে।

এসময় দিক-নির্দেশনামূলক কথা বলেন ইত্তেফাকের সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক আব্দুল বারী,জাতীয় অর্থনীতির বিশেষ প্রতিবেদক আইয়ুব আনসারী,চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার জহির মুন্না।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার বিশেষ প্রতিবেদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন চৌধুরী,দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহম্মদ,দি নিউ নেশনের বিশেষ প্রতিবেদক কাজী জাহিদুল হাসান (জাহিদ),দৈনিক খোলা কাগজের মফস্বল সম্পাদক আবু ব্ক্কর সিদ্দীক,চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আসাদ ইসলাম,ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর এনামুল হক,ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর নিগার সুলতানা রুনি,মোহনা টিভির স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনি,দৈনিক আমাদের অর্থনীতির স্টাফ রিপোর্টার ফাহিম ফয়সাল,ফ্রিল্যান্স সাংবাদিক ইমাম মেহেদী,দৈনিক অধিকারের বার্তা সম্পাদক তাশরিক সঞ্চয়।

ফোরামের সদস্য সংগ্রহের জন্য কুষ্টিয়ার ৬ উপজেলায় (দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, সদর, কুমারখালী ও খোকসা) ৬ জনকে দায়িত্ব দেওয়া হয়। ‘কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’ সংগঠনটিতে গণমাধ্যমের সাথে জড়িত ঢাকায় কর্মরত কুষ্টিয়ার সবাই সদস্য হতে পারবে।

সদস্য সংগ্রহে উপজেলা ভিত্তিক দায়িত্বপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া : জাহিদুজ্জামান, জাফর আহমেদ: দৌলতপুর, কুমারখালী: রঞ্জক রিজভী, আব্দুল বারী: মিরপুর, ভেড়ামারা: আইয়ুব আনসারি এবং মনিরুল ইসলাম মনি: খোকসা।

ইতোমধ্যে এ কার্যক্রমকে শুভকামনা জানিয়েছেন কুষ্টিয়ার অনেক সাংবাদিক।

apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত