Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textদৈনিক সময়ের আলো পত্রিকার বিনোদন বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক নিপু বড়ুয়ার বাবা শিক্ষক সুদত্ত বড়ুয়া আর নেই। রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থানাধীন তালসরা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে সুদত্ত বড়ুয়ার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই নাতি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় তালসরা গ্রামের সার্বজনীন শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে জানা গেছে। সময়ের আলো পরিবার তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতিও (বাচসাস) তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। এছাড়া অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
/অ-ভি