• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

সাতদিনের সফরে সিঙ্গাপুর-মালয়েশিয়া যাচ্ছেন সেনাপ্রধান

প্রকাশ:  ০২ এপ্রিল ২০১৯, ১১:২৬
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাতদিনের সরকারি সফরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাচ্ছেন।

বুধবার (৩ এপ্রিল) দেশ দুটির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

সম্পর্কিত খবর

    সোমবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান সিঙ্গাপুরের চিফ অফ ডিফেন্স ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি চাংগি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ বেশ কিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। আগামী ৭ এপ্রিল সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং সফর শেষে ৯ এপ্রিল দেশে ফিরবেন।

    দেশে ফিরেছেন নৌ প্রধান

    মালয়েশিয়ায় অনুষ্ঠিত লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড এরোস্পেস এক্সিবিশন-২০১৯ এর ফ্লিট রিভিউয়ে অংশগ্রহণ শেষে সোমবার (১ এপ্রিল) দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

    মালয়েশিয়া অবস্থানকালে নৌপ্রধান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়া ও শ্রীলংকান নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


    পিবিডি/এসএম

    সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close