• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য শেখ আব্দুল আজিজের ইন্তেকাল

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০১৯, ০২:৩১
বাগেরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও তার মন্ত্রিপরিষদের কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শেখ আব্দুল আজিজ (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেখ আব্দুল আজিজের ভাগ্নে সাবেক জেলা ও দায়রা জজ বেলায়েত হোসেন মৃত্যুর তথ্য জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে আশিক হাফিজ প্রকৌশলী, আমেরিকায় চাকরি করেন। বড় মেয়ে সিমিন শেখ আমেরিকার ওয়াশিংটনে শিক্ষা অফিসার এবং ছোট মেয়ে নাবিন শেখ মেঘলা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে কর্মরত।

শেখ আব্দুল আজিজ ১৯২৯ সালে মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি পাস করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের প্রবাসী সরকারের ৯ নম্বর সেক্টরের লিয়াজো অফিসার ছিলেন। পরে দেশ স্বাধীন হওয়ার পর তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি স্বাধীনতা ঘোষণা কমিটির আহ্বায়কও ছিলেন। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইতে একাধিক জায়গায় শেখ আব্দুল আজিজের কথা উল্লেখ করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ।

পিবিডি/জিএম

বঙ্গবন্ধু,শেখ মুজিবুর রহমান,মন্ত্রী,শেখ আব্দুল আজিজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close