• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

নূসরাতের মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা'র শোক ও খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি

প্রকাশ:  ১১ এপ্রিল ২০১৯, ০২:০০
নিজস্ব প্রতিবেদক

ফেনীর সোনাগাজীতে সন্ত্রাসীদের দেয়া আগুনে দগ্ধ নুসরাত জাহান রাফি (১৮)-এর মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

বুধবার (১০ এপ্রিল) এক শোকবার্তায়, সংগঠনের সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁইয়া রাফি'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা, রাফি'র রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, যৌন হয়রানীর প্রতিবাদ করায় গত ৬ এপ্রিল নূসরাতকে তার মাদ্রাসায় সন্ত্রাসীরা আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা চালায়।

তারপর থেকে সে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলো।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।

পিবিডি/জিএম

আগুন,দগ্ধ,দগ্ধ নুসরাত জাহান রাফি,বার্ন ইউনিট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close