• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৩৭তম বিসিএস নন-ক্যাডারে সবাই নিয়োগ পাবেন

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০১৯, ১৬:২৬
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৭তম পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার থেকে প্রায় সবাইকে নিয়োগ দেওয়া হবে।

বুধবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন। শূন্য পদের পর্যাপ্ত চাহিদা পাওয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

পিএসসি সূত্র জানায়, গত ১৩ মার্চ পিএসসি ৩৭তম বিসিএসের নন–ক্যাডার থেকে প্রথম শ্রেণির (নবম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করে। এতে ৫৭৮ জনকে প্রথম শ্রেণিতে নিয়োগের সুপারিশ করা হয়। এখন পিএসসি প্রথম শ্রেণির দ্বিতীয় আরেকটি তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এরপর দ্বিতীয় শ্রেণির তালিকা প্রকাশ করবে।

পিএসসি চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত পিএসসি যে পরিমাণ শূন্য পদের তালিকা পেয়েছে, তাতে নন-ক্যাডার থেকে প্রায় সবাইকে নিয়োগ দেওয়া যাবে।

৩৭তম বিসিএসের বিজ্ঞাপনে ১ হাজার ২২৬ জনের কথা থাকলেও ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এতে সাধারণ ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন। শিক্ষায় ক্যাডার হয়েছেন ২১০ জন।

পিবিডি/এআইএস

বিসিএস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close