• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলাদেশির মরদেহ এখনো জাহাজেই 

প্রকাশ:  ০৩ মার্চ ২০২২, ১৫:৩০
চট্টগ্রাম প্রতিনিধি

ইউক্রেনের সমুদ্র বন্দরে আটকা পড়া বাংলাদেশি জাহাজে রুশ রকেট হামলায় নিহত নাবিক মো. হাদিসুর রহমানের মরদেহ এখনও জাহাজেই রয়েছে। জাহাজের ভেতরেই মরদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পীযুষ দত্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জাহাজটিতে নাবিক এবং ইঞ্জিনিয়ারসহ এখনও আটাশ জন অবস্থান করছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই মুহূর্তে জাহাজটি বন্দর ছেড়ে যাওয়া নিরাপদ নয়। নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে জাহাজে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। জাহাজটিতে এক মাসের খাদ্য মজুত রয়েছে।

বাংলার সমৃদ্ধি নামের এই জাহাজটি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে আটকা পড়ে। স্থানীয় সময় বুধবার (২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলা হয়। এতে জাহাজে আগুন ধরে নিহত হন হাদিসুর রহমান। তার বাড়ি বরগুনা বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নে। তিনি ওই এলাকার বাসিন্দা মো. রাজা হাওলাদারের ছেলে।

পূর্বপশ্চিম- এনই

ইউক্রেন,বাংলাদেশি জাহাজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close