• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঝড়-বাদলার সম্ভাবনা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত 

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১৭:৪২ | আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৭:৪৮
নিজস্ব প্রতিবেদক

দেশের ছয়টি বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা বাড়তে পারে। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আরও জানান, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বপশ্চিম- এনই

আবহাওয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close