• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মেট্রোরেল

জুনের পর আগারগাঁও-মতিঝিল ট্রায়াল চলাচল 

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২৩, ১৯:৪৩
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জুন মাসের পর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রায়াল হিসেবে চলাচল করবে মেট্রোরেল। সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল পল্লবী স্টেশনেও থামবে। ওইদিন থেকে পল্লবী স্টেশন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সেদিন থেকে স্টেশনটিতে সব কার্যক্রম চালু হবে।

এম এ এন সিদ্দিক বলেন, বাকি অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজ শেষ হতে সময় লাগবে আরো এক বছর। ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ এই অংশের উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

তিনি বলেন, মেট্রোরেল এখন থেকে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। তবে গেট খোলা হবে ৮টায়, আর বন্ধ হবে দুপুর ১২টায়। স্টেশনে যতো যাত্রী থাকবে সব যাত্রী নিয়েই চলবে ট্রেন।

ডিএমটিসিএল এমডি বলেন, উদ্বোধনের পরদিন থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত মেট্রোরেলে ৯০ হাজার যাত্রী চলাচল করেছেন। এতে আয় হয়েছে ৮৮ লাখ টাকা।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চলাচল,ট্রায়াল,মতিঝিল,আগারগাঁও,এম এ এন সিদ্দিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close