সময় ও ৭১ টিভিকে বর্জন বিএনপির
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১৯:৪৭

“সময় টেলিভিশন” ও “৭১ টেলিভিশন”-এর টকশো বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। দলটির যেসব নেতারা টকশোতে আমন্ত্রিত হয়ে যান, তাদের সঙ্গে বসে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, “আপাতত বিএনপির সিনিয়র নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, ৭১ টিভি ও সময় টিভির টকশোতে তারা যাবেন না। যেসব সিনিয়র নেতারা টকশোতে আমন্ত্রিত হয়ে যান, তাদের সঙ্গে বসে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পক্ষপাতমূলক আচরণের কারণে বিএনপি এই দুটি টেলিভিশনের টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে।