দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৫

সংযুক্ত আরব আমিরাত থেকে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিমানবাহিনী প্রধান দেশে ফেরেন বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সম্পর্কিত খবর
আইএসপিআর জানায়, সফরকালে বিমানবাহিনী প্রধান শারজাহে অবস্থিত এএএল গ্রুপের আমন্ত্রণে ওই প্রতিষ্ঠানের এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ওভারহল প্লান্ট পরিদর্শন করেন।
জানা গেছে, বিমানবাহিনী প্রধান গত ২১ সেপ্টেম্বর দুইজন সফরসঙ্গীসহ সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে গিয়েছিলেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম