অবৈধ উপায়ে বিদেশ যাওয়া ঠেকানো যাচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শত চেষ্টার পর অবৈধ উপায়ে বাংলাদেশিদের বিদেশ যাওয়া ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে রাজধানীতে আইওএম আয়োজিত অভিবাসন ও উন্নয়ন বিষয়ক জাতীয় প্রস্তুতি পরামর্শক সভায় তিনি এ কথা জানান।
মো. শাহরিয়ার আলম বলেন, বিশ্বব্যাংক ২০২১ সালে যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে; জলবায়ু পরিবর্তনের ফলে সামনে এক কোটির বেশি মানুষ বিশ্বজুড়ে বাস্তুচ্যুত হবে।
সম্পর্কিত খবর
এসব বাস্তুচ্যুতদের নিরাপত্তায় সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, অভিবাসন দেশের আর্থ-সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্যে বৈধ অভিবসানের বিকল্প নাই। নতুন পদ্ধতি অবলম্বন করে, জলবায়ু পরিবর্তনের কারণে গৃহহীনদের আবাসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম