• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মার্কিন রাষ্টদূত বার্নিকাটের বিদায়

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৮, ১০:২৩
পূর্বপশ্চিম ডেস্ক
ফাইল ছবি

সাড়ে তিনবছরের বেশি সময় ঢাকায় অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে নিজ দেশে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার ও ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুয়েল রিপম্যানসহ মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে আন্তরিক বিদায় জানান। এ সময় বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ‘আবার দেখা হবে’ বলে বিদায় নেন।

বাংলাদেশে দায়িত্ব পালনের মধ্য দিয়েই ৩৭ বছরের চাকরি জীবন থেকে অবসর নিতে চলেছেন তিনি। মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন মার্শা বার্নিকাট। ২০১৫ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশে আসেন।

প্রসঙ্গত, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ইতোমধ্যে আর্ল রবার্ট মিলারের নিয়োগ চূড়ান্ত হয়েছে। আগামী ১৮ নভেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে।

/এসএম

বার্নিকাট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close