• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেবে বিএসইসি

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯ | আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

শেয়ারবাজারের উন্নয়নে সহযোগিতা করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সংবর্ধনা দেবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ও কমিশনারগনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কমিশন সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন শেয়ারবাজারের উন্নয়নে সহযোগিতা করার জন্য তাঁকে এই সংবর্ধনা দেবে সংগঠনটি।

আওয়ামী সরকারের দুই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আবুল মাল আবদুল মুহিত। দায়িত্ব গ্রহণের পর ২০১০ সালে বড় ধসের ঘটনা ঘটে। এই সময় আইনগত ও ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তায় ফান্ড গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এ ছাড়া পরবর্তী সময়ে পুঁজিবাজার উন্নয়নে নানা সহায়তা পেয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

ওএফ

অর্থমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close