Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textনির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সরব উপস্থিতি চায় কমিশন। নির্বাচনে কেউ শিথিলতা ও পক্ষপাতিত্ব করলে ১৯৯১ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ইসি মাহবুব তালুকদার বলেন, এবারের নির্বাচনে একটাই স্বপ্ন, কোনো প্রার্থী যেন ভোটের মাধ্যমে নিজের জয় নিশ্চিত না করে জাতীয় সংসদে আসতে না পারে।
তিনি আরও বলেন, আইনের শাসন না থাকলে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাকে আমরা হলুদ গণতন্ত্র বলি। আমরা হলুদ গণতন্ত্র চাই না। চাই স্বচ্ছ ও স্বাভাবিক গণতন্ত্র। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনানুগভাবে নির্বাচন করার কথা বলেন ইসি।
পিবিডি/এসএম