• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০১৯, ১১:১১ | আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১১:৩০
নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (৮ জানুয়ারি) মিরপুরের কালশীতে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। সকাল ৯টার পর থেকে তারা সড়কে অবস্থান নেন। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে কালশীর একটি ২২ তলা গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে বর্তমানে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একবার সরে গেলেও শ্রমিকরা আবার অবস্থান নেন। এর ফলে মিরপুর-১০ নম্বর থেকে ১৪ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা মূল সড়কে অবস্থান নিয়েছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দেয় ।তবে ধাওয়া-পালটা ধাওয়ার কোন ঘটনা ঘটেনী বলেও দাবী করেন তিনি।

পিডিবি/জিএম

ন্যূনতম মজুরি,পোশাক শ্রমিকরা,গার্মেন্টস,যানজট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close