• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌‘যেকোনও মূল্যে চালের দাম নিয়ন্ত্রণে রাখব’

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০১৯, ১৮:২৭
নিজস্ব প্রতিবেদক

যেকোনও মূল্যে চালের দাম নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) খাদ্য অধিদপ্তরে খাদ্যমন্ত্রীর সাথে চাল ব্যবসায়ী সমিতি, আড়তদার ও অটো চাল মিল মালিকদের মতবিনিয়ময় সভায় তিনি এ কথা জানান।

নির্বাচনের পরপরই হঠাৎ এক লাফে প্রতি কেজি চালের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় এই মতবিনিয় সভার আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, আমার যদিও খাদ্যের বিষয়ে কোনো কাজ নেই। কিন্তু চালের দাম বৃদ্ধি পেলে আমার জবাবদিহিতা রয়েছে। ফলে আমি খাদ্যমন্ত্রীর কাছে জানার পরপরই সম্মতি দিয়েছি, বিষয়টি নিয়ে আমাদের বসতে হবে।

তিনি আরও বলেন, আমি পরিস্কার বলতে চাই যে দেশে খাদ্য মজুদ থাকে সেই দেশে হুটহাট খাদ্যের দাম বৃদ্ধি পেতে পারে না। এটা আমাদের খতিয়ে দেখতে হবে। যেকোনও মূল্যে চালের দাম স্বাভাবিক রাখতে কাজ করতে হবে।

/অ-ভি

বাণিজ্যমন্ত্রী,টিপু মুন্সি,চালের দাম,নিয়ন্ত্রণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close