• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কৃষি প্রকৃতি নির্ভর একটি ঝুঁকিপূর্ণ পেশা: কৃষিমন্ত্রী

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০১৯, ২১:৪১
নিজস্ব প্রতিবেদক

কৃষি প্রকৃতি নির্ভর একটি ঝুঁকিপূর্ণ পেশা বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে যেকোনো সময় দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করে কৃষিতে অভাবনীয় সাফল্য অর্জন আজ বিশ্ব স্বীকৃত।

বুধবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক এডিপি সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এটাই তার প্রথম সভা।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তেলের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে আনার জন্য দেশব্যাপী বৃহৎ প্রকল্প গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, সার্বিক অর্থনীতিতে কৃষির গুরুত্ব ক্রমেই বাড়ছে। কৃষির বিকাশে যারা কাজ করছেন তারা দেশ ও জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব মেধা, আন্তরিকতা ও সততার সাথে পালন করতে হবে।

কৃষি সচিব মো. নাসিরুজ্জামান সভা সঞ্চলনা করেন। সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিবিডি/মিশু

কৃষিমন্ত্রী,ড. আব্দুর রাজ্জাক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close