• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

ইজতেমার তারিখ নির্ধারণে ফের সভা বুধবার

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৯, ১০:৫৫
নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ইজতেমার অভিন্ন তারিখ নির্ধারণে তাবলিগ জামায়াতের বিবাদমান দুই পক্ষকে ডেকে সভায় বসে সরকার। তবে এক পক্ষ সভায় না আসায় ইজতেমার তারিখ নির্ধারণ করা যায়নি। এজন্য বুধবার (২৩ জানুয়ারি) ফের সভা ডাকা হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের দিল্লি মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীদের সঙ্গে সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। মাওলানা সাদ বিরোধী মাওলানা জুবায়ের আহমেদ পন্থীরা উপস্থিত ছিলেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সভায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং সাদপন্থী কাকরাইল মারকাজের শূরা সদস্য ওয়াসিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বুধবার সকাল সাড়ে ১০টায় উভয়পক্ষ নিয়ে একসঙ্গে বসবো এবং তাদের ইজতেমার তারিখ ঠিক করতে বলবো। আরেকটি পক্ষ সময় জানতে না পারায় আসতে পারেনি।’

তাবলিগ জামায়াতের দিল্লির আমির মাওলানা সাদ কান্ধলভীর বিভিন্ন সময়ে দেখা বক্তব্য নিয়ে দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে বাংলাদেশের তাবলিগ জামায়াত। আলেমরা সাদ বিরোধী ও সাদপন্থী দুই গ্রুপে বিভক্ত হয়ে বিবাদে জড়িয়ে পড়ে। এই বিভক্তি চরম আকার ধারণ করে গত বছরের জানুয়ারিতে বিশ্ব ইজতেমার সময় মাওলানা সাদের বাংলাদেশে আসার পর। বিরোধীদের বাধার মুখে ইজতেমায় অংশ না নিয়েই মাওলানা সাদকে ওই সময় বাংলাদেশ ছাড়তে হয়েছিল।

গত ১ ডিসেম্বর ইজতেমা মাঠে দুই পক্ষের হতাহতের ঘটনাও ঘটে। টঙ্গীতে তুরাগ নদীর তীরে বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় সম্মেলন ‘বিশ্ব ইজতেমা’র আয়োজনও করে আসছিল তাবলিগ জামাত। দুই পর্বে এটি হয়। কিন্তু এবার দু’পক্ষ চলতি মাসে আলাদাভাবে ইজতেমার তারিখ ঘোষণা করে। নির্বাচনের আগে সরকার দুই পক্ষের সঙ্গে সভা করে ইজতেমা স্থগিত করে। সরকারের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, নির্বাচন শেষে দু্’পক্ষের সঙ্গে বসে অভিন্ন ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে।


পিবিডি/মিশু

বিশ্ব ইজতেমা,তাবলিগ জামায়াত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close