• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু বিশ্ব ইজতেমা

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ১৭:১২
নিজস্ব প্রতিবেদক

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় আসর বিশ্ব ইজতেমা আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তাবলিগের দুই পক্ষের বিবাদ নিরসন হওয়ায় এবারের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকালে বিশ্ব ইজতেমার এ তারিখ ঘোষণা করা হয়।

এর আগে তাবলিগের দুই পক্ষেল বিরোধিতায় বিগত বিশ্ব ইজতেমায় তাবলিগের আমির মাওলানা সাদ ও নিজামুদ্দীনের প্রতিনিধি দল বাংলাদেশ এসেও ইজতেমায় অংশ নিতে পারেননি। পরে কাকরাইল মসজিদে বিশ্বের অন্যান্য দেশের মুরব্বিদের উপস্থিতিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর তিন চিল্লার সাথীদের জোড় এবং ১১, ১২, ও ১৩ জানুয়ারি ২০১৯ বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করেন। এর বিরোধিতা করে ডিসেম্বরের ৭ থেকে ১১ জোড় এবং জানুয়ারির ১৮, ১৯ ও ২০ ইজতেমার তারিখ নির্ধারণ করে অপর পক্ষ।

তাবলিগ জামাতের দু’পক্ষের দ্বন্দ্ব নিরসনেই বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

পিবিডি/রবিউল

মুসলিম উম্মাহ,বিশ্ব ইজতেমা,মাওলানা সাদ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close