• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

হলি আর্টিজান হামলার অন্যতম আসামি শরীফুল গ্রেপ্তার

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৫২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম আসামি জঙ্গি নেতা শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, রাজশাহী থেকে নাচোলে পালিয়ে যাওয়ার সময় ইজি বাইক থেকে তাকে আটক করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় জঙ্গি নেতা শরীফুলকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাজশাহীর একটি আদালত।

২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় দেশি-বিদেশি ২০ জনসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি। পর দিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় জন নিহত হয়। আইএস এর পক্ষ থেকে এদের মধ্যে পাঁচজনকে তাদের সৈনিক বলে দাবি করে, তারা হামলার দায় নেয়।হামলার ওই ঘটনায় মাস্টারমাইন্ডসহ ২৬ জনকে চিহ্নিত করা হয়। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ত।

পিবিডি/জিএম

জঙ্গি নেতা,চাঁপাইনবাবগঞ্জ,র‌্যাব-৫
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close