• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ২৪ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৯ | আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৬
নিজস্ব প্রতিবেদক

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের জন্য ২৪ জন রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও ৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

১২ জেলার ৮৭ উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা শাখা-২) মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।

এরআগে রোববার (৩ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে তার সভাকক্ষে কমিশনের ৪৫তম সভায় প্রথম ধাপের ভোটের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ জানান, পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিল ১১ ফেব্রুয়ারি, প্রার্থিতা যাচাই বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি ।

পিবিডি/জিএম

উপজেলা পরিষদ নির্বাচন,ইসি,রিটার্নিং অফিসার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close