• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডা. আকাশের স্ত্রী মিতুকে জিজ্ঞাসাবাদ শুরু

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৯
চট্টগ্রাম প্রতিনিধি

ডা. মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা প্রদান করায় অভিযুক্ত তার স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিতুকে কারাগার থেকে চান্দগাঁও থানায় আনার পর জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। শুক্রবার পর্যন্ত টানা তিন দিন মিতুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে সোমবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত মিতুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একাধিক পর পুরুষের সঙ্গে স্ত্রীর পরকীয়ার জেরে আত্নহত্যার পথ বেছে নেন তরুণ চিকিৎসক ডা. আকাশ। ইনজেকশনের মাধ্যমে নিজেই শরীরে বিষ প্রয়োগে আত্নহত্যার পর নগরীর চান্দগাঁও আবাসিক বি-ব্লকের ২ নম্বর সড়কের ২০ নম্বর বাসা থেকে বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নগরীর নন্দনকানন এলাকার খালাতো ভাইয়ের বাসা থেকে স্ত্রী তানজিলা হক মিতুকে গ্রেফতার করে নগর পুলিশর কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল।

শুক্রবার বিকালে মিতুসহ ছয়জনের বিরুদ্ধে আত্নহত্যায় প্ররোচণার অভিযোগে চান্দগাঁও থানায় মামলা করেন ডা. আকাশের মা জোবাইদা খানম। মামলায় মিতু, তার বাবা আনিসুল হক চৌধুরী, মা এবং আমেরিকা প্রবাসী এক বোন ও মিতুর দুই ছেলে বন্ধুকে আসামি করা হয়েছে।


পিবিডি/এসএম

ডা. আকাশ,চট্টগ্রাম,রিমান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close