• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

কর্মক্ষেত্রে যৌন হয়রানি বিরোধী কমিটি গঠনের দাবি

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৯
নিজস্ব প্রতিবেদক

নারীদের কর্মস্থলে নির্যাতন এবং যেকোনও ধরনের বৈষম্য বন্ধ করতে যৌন হয়রানি বিরোধী কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

রোববার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে করে এ দাবি জানায় তারা।

মানববন্ধনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ চাই। আর তার জন্য যৌন নির্যাতন,হয়রানি এবং যেকোনও ধরনের বৈষম্য বন্ধ করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি একুশে টিভির এক নারীকর্মী চিফ রিপোর্টার এবং প্লানিং এডিটর এম এম সেকান্দারের বিরুদ্ধে লিখিত অভিযোগড় ও মামলা করেছেন।

আমরা চাই এই অভিযোগের আলোকে দ্রুত সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করা হোক এবং অপরাধী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হোক। সেকান্দারসহ আরও যাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের সম্পর্কে সঠিক তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

তিনি আরও বলেন, শুধু একুশে টিভিই নয়, সব গণমাধ্যমে যদি নারীদের বিরুদ্ধে যৌন নির্যাতন হয় তা বন্ধ করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানার ঝুমু,কোষাধক্ষ্য আক্তার জাহান মালিক, দিলরুবা খান, শাহনাজ সিদ্দিকী ও একুশে টেলিভিশনে সংবাদ কর্মীরা।

পিবিডি/জিএম

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র,জাতীয় প্রেসক্লাব,মানববন্ধন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close