• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

দুদকের আইনজীবীর স্ত্রীর ভবন উচ্ছেদ

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৮
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচরে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের স্ত্রীর তিনতলা ভবন ভেঙ্গে ফেলা হয়েছে।

বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করতে অষ্টম দিনের মতো চলছে বিআইডব্লিউটিএ’র এই অভিযান।

জানা যায়, সকালে কামরাঙ্গীরচর এলাকায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় অভিযান শুরু হয়। এখন পর্যন্ত শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

দুদুকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের স্ত্রীর ভবন গেলে ভাঙতে গেলে আইনজীবী কাজল কাগজপত্র দেখিয়ে বৈধতা প্রমাণের চেষ্টা করেন। কিন্তু বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও ঢাকা নদী বন্দরের উপ পরিচালক কে এম আরিফ উদ্দিন জানান, নদী ভরাট করেই নির্মাণ করা হয়েছে ভবনটি। তাই এটা অবৈধ।

জানা যায়, ভবনের জমিটি মোশাররফ হোসেন কাজলের স্ত্রী পৈত্রিকসূত্রে পেয়েছেন এবং সেখানে তিনি তিনতলা ভবন নির্মাণ করেন।

বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন, নদী দখলমুক্ত করতে ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।

পিবিডি/টিএইচ

দুদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close