• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্ব ইজতেমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৯

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪১
গাজীপুর প্রতিনিধি

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে রান্না করার সময় একটি গ্যাস সিলিন্ডারের চুলায় বিকট শব্দ হলে আতঙ্কে ছড়িয়ে পড়ে। এ সময় ছুটাছুটি করতে গিয়ে কমপক্ষে ৯ জন মুসুল্লি আহত হয়েছেন। আহত ও দগ্ধরা হলেন, তমিজ উদ্দিন (৬০), ইয়াসিন (৩০), সাইফুল্লাহ (১৮) কামাল হোসেন (৩২), নাজমুল ইসলাম (২৩), মোঃ ফারুক রশিদ (১৯), জাফর (৭০), তামিম (১৬) ও জব্বার (৬৫)।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ সময় তাবুতে সামান্য আগুন লাগায় কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। এতে গরম পানি পড়ে তারা আহত হন। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর এর ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, সকালে রান্না করার সময় তাবুতে আগুন লেগে যায়। এসময় হট্টগোলে গরম পানি পড়ে আশেপাশে থাকা কয়েকজন মুসল্লি দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন রোগী হাসপাতালে এসেছে। তবে তাদের কেউ গুরুতর দগ্ধ হয়নি। সবাই চিকিৎসাধীন আছে।

বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে জুমার নামাজে কয়েক লাখ মুসল্লি অংশ নেন।ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন।ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে।

তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমা প্রতি বছর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ। বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক বয়ান শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হলেও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে বৃহস্পতিবার (১৪ ফ্রেব্রুয়ারি) বাদ আসর আম বয়ানের মাধ্যমে শুরু হয় মূল কার্যক্রম।

বৃহস্পতিবার (১৪ ফ্রেব্রুয়ারি) বাদ আসর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ বয়ান শুরু করেন।

পিবিডি/জিএম

বিশ্ব ইজতেমা,গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,টঙ্গীর তুরাগ তীর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close