• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে বিঘ্ন

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৮
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রাজধানীর কলাবাগান, মোহাম্মদপুর, শ্যামলী ধানমন্ডি, আগারগাঁও এবং মানিকগঞ্জ, ধামরাই, সাভার, আমিনবাজার ও আশুলিয়াসহ বেশ কিছু এলাকা।

এদিকে শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আশুলিয়া ও আমিনবাজার সিজিএস প্ল্যান্ট থেকে তিতাস সিস্টেমে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিং রোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগ এবং তদসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।


পিবিডি/এসএম

গ্যাস,রাজধানী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close