• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নওগাঁয় খাদ্যমন্ত্রী

উৎপাদন ভালো হলে আগামীতে সরকারিভাবে গম ক্রয় করা হবে

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৩ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৬
নওগাঁ প্রতিনিধি

গমের উৎপাদন ভালো হলে আগামীতে সরকারিভাবে ক্রয় করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে খাদ্যগুদাম পরিদর্শন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সম্পর্কিত খবর

    সাধন চন্দ্র মজুমদার বলেন, গম ক্রয় করার সময় যদি স্থানীয় বাজারে এর দাম বৃদ্ধি পায় তবে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। এছাড়া ধারন ক্ষমতা বৃদ্ধির জন্য নওগাঁয় তিনটি খাদ্যগুদাম তৈরি করা হবে।

    এ সময় মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক সরদার জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুসফিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদারসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পরে খাদ্যমন্ত্রী খাদ্যগুদাম চত্বরে একটি ফলজ বৃক্ষরোপণ করেন।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close