• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৮
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

কেবল শুরু হয়েছে বসন্ত। এখনও রেশ কাটেনি শীতের। আর এরই মধ্যে রাজধানীতে হানা দিয়েছে ঝড়বৃষ্টি। রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সেই সাথে বিদ্যুৎ চমকাতে থাকে ঢাকার আকাশে। পরে থেমে থেমে চলে ঝড়বৃষ্টি চলতে থাকে। হঠাৎ এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।

ভোগান্তিতে পড়েছে সকালে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে যানবাহন কমে যাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে অফিসে পৌছাতে পারেননি। বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে এবং অলিগলিতে পানি জমে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এছাড়া স্বাভাবিক মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর ফলে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


পিবিডি/এসএম

আবহাওয়া,বৃষ্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close